Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

বিশুদ্ধ পানীয় জলের তথ্যাদি এবং  স্যানিটেশন পল্লী এলাকায় নলকূপ স্থাপন এবং স্থাপিত নলকূপ সমূহ মেরামত হয় ।

উপজেলা পর্যায়ে পানির উৎসের আর্সেনিক টেষ্ট বিনামূ্ল্যে করা হয়।

স্যানিটেশন: পল্লী জনগণের মধ্যে স্বল্প মূ্ল্য ওয়াটসান কমিটির মাধ্যমে ল্যট্রিন সেট সরবরাহ করা হয়। উপজেলা পর্যায়ে জনস্বাস্থ্য প্রকৌশল অফিসে স্যানিটারী ল্যাট্রিন সেট নির্মাণ  বিক্রি করা হয়। যে কোন ব্যক্তি ট্রেজারী চালানের মাধ্যমে টাকা জমা দিয়া বিভিন্ন অপসনে স্ল্যাব রিং এর এক সেট ল্যাট্রিন ক্রয় করিতে পারেন।

গভীর নলকূপ পাওয়ার জন্য যা করতে হবেঃ-

সরকার প্রত্যেক বৎসর উপজেলা পর্যাায়ে এডিপির নলকূপ বরাদ্দ দেন। বরাদ্দকৃত নলকূপ সমূহের জন্য নির্ধারিত ফরমে/ দরখাস্তের মাধ্যমে আবেদন করতে হয়। স্থান নির্বাচনের পর সরকার নির্ধারিত সহায়ক চাঁদা সরকারী তহবিলে জমা দিতে হয়। অতঃপর টেন্ডার প্রক্রিয়ায় ঠিকাদার নির্বাচন করে নলকূপ স্থাপন করা হয়।